সীতাকুণ্ডে একটি অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ৪ জন মারা গেছেন। এছাড়া আহত ১৬ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। সীতাকুণ্ড ও কুমিরা ফায়ার স্টেশনের ৯টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
শনিবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কদমরসুলপুর এলাকার সীমা অক্সিজেন প্ল্যান্টে এ ঘটনা ঘটে।
নিহত চারজনের মধ্যে একজন হলেন- শামসুল আলম (৫০)। বাকিদের পরিচয় নিশ্চিত করা যায়নি।
আরও পড়ুন: সীতাকুণ্ডে বিস্ফোরণ—পুলিশের মামলায় বিএম ডিপোর ৮ জন আাসামি
আহতরা হলেন- মো. নূর হোসেন (৩০), মো. আরাফাত (২২), মোতালেব (৫২), ফেনসি (৩০), মো. জসিম উদ্দিন (৪৫), নারায়ণ (৬০), মো. ফোরকান (৩৫), শাহরিয়ার (২৬) ও মো. জাহিদ হাসান (২৬)। তবে বাকি ৭ জনের পরিচয় পাওয়া যায়নি।
জানতে চাইলে বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক বলেন, কর্তব্যরত চিকিৎসক আহতদের ক্যাজুলয়াটি ওয়ার্ডে ভর্তি দিয়েছেন। এছাড়া নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া যায়নি।
যোগাযোগ করা হলে আগ্রাবাদ বিভাগীয় ফায়ার কন্ট্রোল রুম জানায়, ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং উদ্ধার তৎপরতা চলছে।