সিলেটের ‘ল্যাংড়া তালেব’ ছদ্মবেশে ঘুরছিল চট্টগ্রামে

কুখ্যাত ডাকাত ও ১৮ মামলার পলাতক আসামি আবু তালেব ওরফে ল্যাংড়া তালেবকে (৪৮) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

সোমবার (২৮ আগস্ট) নগরের হালিশহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আবু তালেব ওরফে ল্যাংড়া তালেব সিলেটের হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার উবাহাটা গ্রামের আব্দুস সহিদের ছেলে।

মঙ্গলবার (২৯ আগস্ট) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার।

র‌্যাব জানায়, সিলেটের হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার ধনশ্রী এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন ব্যবসায়ী মিজান খাঁন (৩৫)। বাড়িতে মিজানের পরিবার, বৃদ্ধ মা এবং তার কুয়েত ও দুবাই প্রবাসী দুভাইয়ের স্ত্রী-সন্তানেরা একসঙ্গে বসবাস করেন। গত ৬ আগস্ট বাড়ির সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লে আনুমানিক রাত সোয়া ৩টার দিকে ঘরের পেছনের লোহার গ্রিল কেটে ১০ থেকে ১২ জনের একটি ডাকাতদল প্রবেশ করে। তারা মিজান খাঁনের হাত-পা-মুখ বেঁধে গলায় ছুরি ধরে ভয় দেখিয়ে কেবিনেট ও আলমারির চাবি নিয়ে নেয়। এসময় ডাকাতেরা মিজানের মা, দুভাইয়ের স্ত্রী-সন্তানদের গলায়ও ছুরি ধরে চিৎকার না করতে বলে। এরপর বাড়িতে থাকা ২২ ভরি স্বর্ণালংকার, নগদ ১ লাখ টাকা, ২টি মোবাইল ফোন ও ১টি মোটরসাইকেল নিয়ে যায় ডাকাতেরা।

আরও পড়ুন : চট্টগ্রামে ডাকাত জলদস্যু মাদক ব্যবসায়ীদের অস্ত্র আসে সীতাকুণ্ড থেকে

এ ঘটনার পর গত ৮ আগস্ট মিজান খাঁন বাদী হয়ে ১০ থেকে ১২ জনকে অজ্ঞাত আসামি করে হবিগঞ্জের চুনারুঘাট থানায় ডাকাতি মামলা করেন।

এ বিষয়ে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার বলেন, গোপন সংবাদে ডাকাতি মামলার পলাতক আসামি চট্টগ্রামের হালিশহর এলাকায় ছদ্মবেশে অবস্থান করার খবরে ২৮ আগস্ট অভিযান চালানো হয়। অভিযানে ডাকাতির মূলহোতা ও আন্তঃজেলা ডাকাত দলের সর্দার আবু তালেব ওরফে ল্যাংড়া তালেবকে গ্রেপ্তার করা হয়।

নুরুল আবছার আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেন আবু তালেব। তার বিরুদ্ধে ঢাকা, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বিভিন্ন থানায় অবৈধ অস্ত্র, মাদক, ডাকাতি, চুরিসহ মোট ১৮টি মামলা রয়েছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

জেএন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm