‘সিরিজ বোমা হামলার’ বিচার দাবিতে চট্টগ্রামে মানববন্ধন স্বেচ্ছাসেবক লীগের

২০০৫ সালে দেশব্যাপী সিরিজ বোমা হামলাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ।

কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় মঙ্গলবার (১৭ আগস্ট) নগরের প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। শাহদাত হোসেন রনির সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সম্মেলন ব্যবস্থাপনা উপ-পরিষদের আহ্বায়ক সাদেক হোসেন চৌধুরী পাপ্পু।

সাদেক হোসেন চৌধুরী পাপ্পু বলেন, ২০০৫ সালের এই দিনে জামায়াত-বিএনপি’র পৃষ্ঠপোষকতায় একযোগে ৬৩ জেলার ৪৩৪ স্থানে বোমা হামলা করে জেএমবির সন্ত্রাসীরা।

সাম্প্রদায়িক জঙ্গিগোষ্ঠীসহ বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসি দাবি জানান তিনি।

আরও পড়ুন: বঙ্গমাতার জন্মদিনে এতিমদের খাবার বিতরণ করেছে নগর স্বেচ্ছাসেবক লীগ

গিয়াসউদ্দিন রিফাতের সঞ্চালনায় মানববন্ধনে আরো বক্তব্য রাখেন নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা মুহাম্মদ জসিম উদ্দিন, মনোয়ার জাহান মনি, দেলোয়ার হোসেন ফরহাদ, সাধন দাশ, পংকজ রায়, নুর আহম্মদ, এনামুল হক, আবদুল মতিন, এমএইচ মানিক, আবুল কাসেম, মোজাম্মেল হক মানিক,  আমিনুল ইসলাম, নিজাম উদ্দিন আহাদ, প্রশান্ত চৌধুরী যীশু, সবুজ মিয়াজী, সাইফুদ্দিন সাইফু, আহমেদ পাভেল, দেবাশিষ আচার্য্য, আফতাব উদ্দিন মাহমুদ ইমন, হাজী মোহাং সেলিম, অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন জুয়েল, ইসমে আজিম আসিফ, আহমেদ গোলাম দস্তগির টুটুল, আবদুল্লাহ বাহার, আমিনুল ইসলাম আমিন, মশরুর হোসাইন, শারমিন ইয়াছমিন নিশু, ইকবাল খান রবিন, ফয়সাল বাদশা, অপুধর, বদিউল আলম রাজিব, আবু সালেহ বাপ্পী, জাহেদ হোসন রনি, লুৎফুর রহমান শাকিল, মাহফুজুর রহমান, জিয়াউল হক আসু, জাফর আলী, ইলিয়াছ খান, মোহাং মুরাদ হোসেন, ওমর ফারুক, শাহজাহান হামিদি, মোহাং শাহেদ, নুরউদ্দিন শরিফ, মোহাং  সোহাগ, রাজ মোহাম্মদ অমি, টুটুল দাশ, ইফতেখার ইফতি, সায়মন সিদ্দিক তাসিন, আলমগীর চৌধুরী,  মোহাং ইসকান্দর প্রমুখ।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!