সৌন্দর্যবর্ধনে অনিয়ম—সিটি করপোরেশনে দুদকের হানা

সৌন্দর্যবর্ধনে অনিয়মের অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনে (চসিক) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২৬ ডিসেম্বর) দুপুরে দুদকের একটি টিম চসিক কার্যালয়ে গিয়ে এ অভিযান পরিচালনা করেন।।

অভিযানে নেতৃত্ব দেন দুদক চট্টগ্রামের-১ এর উপপরিচালক মো. আবু সাঈদ।

আরও পড়ুন: ‘ক্ষমতার দাপট’—মেয়রের সচিবের সম্পদের পাহাড়, মাঠে নামল দুদক

এ সময় চসিকের কর্মকর্তাদের সঙ্গে দুদক কর্মকর্তারা সুনির্দিষ্ট বেশ কয়েকটি অভিযোগ নিয়ে কথা বলেন এবং বিভিন্ন নথিপত্র যাচাই করেন।

দুদক সূত্রে জানা গেছে, চসিকের সৌন্দর্যবর্ধনে অনিয়ম, বিভিন্ন দুর্নীতি-অনিয়মের অভিযোগ, কম মূল্যে টেন্ডার, এক প্রতিষ্ঠানকে একাধিক কাজ দেওয়ার অভিযোগের বিষয় জানতে চাওয়া হয়েছে। এছাড়া বিগত বছরে নগরের সৌন্দর্যবর্ধন সংক্রান্ত বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে।

যোগাযোগ করা হলে উপপরিচালক মো. আবু সাঈদ আলোকিত চট্টগ্রামকে বলেন, দুদকের হটলাইন নম্বর ১০৬ এ নগরের সৌন্দর্যবর্ধনে বিভিন্ন অনিয়মের অভিযোগ করা হয়েছে। সে কারণে প্রকল্পের বিভিন্ন নথিপত্র যাচাই করে তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে। এগুলো প্রতিবেদন আকারে ঢাকায় পাঠানো হবে।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!