সিটি করপোরেশনের ২ অভিযানে ধরা খেল অনেকেই

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ খাবার তৈরি এবং রাস্তা-ফুটপাত দখল করায় ১০ ব্যক্তিকে ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে পাহাড়তলী ও মোহরা এলাকায় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

অভিযানে পাহাড়তলী ঝাউতলা বাজারের আবু হোটেল এন্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরির অপরাধে মামলাসহ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

আরও পড়ুন : সিটি করপোরেশনে দুই ম্যাজিস্ট্রেটের চিরুনি অভিযান, ধরা খেল চুনোপুঁটিও

অন্যদিকে স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের নেতৃত্বে মোহরা কামাল বাজার ও কাজীরহাট আরকান রোডে অভিযান চালানো হয়। অভিযানে রাস্তা ও ফুটপাত দখল করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ৯ ব্যক্তির বিরুদ্ধে মামলাসহ ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী জানান, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রস্তুত এবং রাস্তা-ফুটপাত দখল করে ব্যবসা করার দায়ে ১০ ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলাসহ ৫৩ হাজার টাকা আদায় করা হয়েছে।

অভিযানে চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যরা সহায়তা করেন।

এএইচ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm