চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলীর ওপর হামলার ঘটনায় পলাতক সাহাব উদ্দিনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
সোমবার (৭ ফ্রেব্রুয়ারি) দুপুর ২টার দিকে নগরের খুলশী থানাধীন পশ্চিম বাঘঘোনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের ডিবি (উত্তর-দক্ষিণ) বিভাগের উপপুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান বলেন, চসিকের প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলীর ওপর হামলার ঘটনায় মামলার ১ নম্বর আসামি ঘটনার দিন থেকেই পলাতক ছিলেন। পরে গোপন সূত্রে খবর পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এনবি/এসআই