চট্টগ্রামে ৪ স্পটে ফুটপাত দখল করে সিটি করপোরেশনের জালে ৬ লোক

নগরে অবৈধভাবে রাস্তা-ফুটপাত দখল করে ব্যবসা ও মালামাল রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ৬ ব্যক্তিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) নগরের সিনেমা প্যালেস, কেসিদে রোড, লালদীঘির পাড় ও আন্দরকিল্লা এলাকায় এ অভিযান চালান চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

আরও পড়ুন: মাংস বিক্রি—ফুটপাত দখল, সিটি করপোরেশনের জালে ১৩ লোক

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী আলোকিত চট্টগ্রামকে বলেন, আজ নগরের বিভিন্ন সড়কের রাস্তা-ফুটপাত অবৈধভাবে দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালানো হয়। এসময় বিভিন্ন অপরাধে ৬ ব্যক্তির কাছ থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যরা সহায়তা করেন।

এনইউএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm