ডেঙ্গু রোগ ও এডিস মশার বংশ বৃদ্ধি রোধে নগরে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এসময় দুটি নির্মাণাধীন ভবনের নিচে এডিস মশার বংশ বিস্তারে সহায়ক জমাট পানির উৎস খুঁজে পাওয়ায় ভবন মালিককে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১ নভেম্বর) হালিশহর হাউজিং এস্টেট (এইচ ব্লক) এলাকায় এ অভিযান চালান চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।
আরও পড়ুন: সিটি করপোরেশনের অভিযানে ধরা খেল ৩ ভবন মালিক
নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী বলেন, ডেঙ্গু রোগ প্রতিরোধে আজ (মঙ্গলবার) হালিশহর হাউজিং এস্টেট এলাকার বিভিন্ন বাসাবাড়ির ছাদবাগান ও নির্মাণাধীন ভবন পরিদর্শন করা হয়। এসময় দুটি নির্মাণাধীন ভবনে এডিস মশার বংশ বিস্তারে সহায়ক জমাট পানির উৎস পাওয়ায় ভবন মালিকদের জরিমানা করা হয়। এছাড়া এডিস মশার জন্মস্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সচেতন করা হয়।
অভিযানে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যরা সহায়তা করেন।