নগরে একটি নির্মাণাধীন বিল্ডিংয়ের নিচে জমাট পানির উৎস পাওয়ায় ভবন মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।
রোববার (২০ নভেম্বর) সকালে নগরের বন্দরটিলায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।
আরও পড়ুন: সিটি করপোরেশনের জালে চান্দগাঁও-বাদুরতলার ৫ লোক
এ বিষয়ে নির্বাহী মারুফা বেগম নেলী বলেন, আজ নগরের বন্দরটিলা এলাকায় অভিযানে একটি নির্মানাধীন ভবনের নিচে এডিস মাশার লার্ভা পাওয়ায় ভবন মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
ম্যাজিস্ট্রেট আরও বলেন, একই অভিযানে বিভিন্ন বাসা-বাড়ির ছাদবাগান ও নির্মাণাধীন ভবন পরিদর্শন করা হয়।
এনইউএস/আরবি