নগরে নাসিরাবাদের সাফা আর্কেডিয়া ভবনের বেইসমেন্ট ফ্লোরে জমাট পানির উৎস পাওয়ায় ভবন মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে চট্টগ্রাম কলেজ রোড ও নাসিরাবাদ এলাকার এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।
আরও পড়ুন: পোর্ট কানেক্টিং রোডে ২০০ দোকান গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন
এদিকে একই অভিযানে পোর্ট কানেকটিং রোড ও সাগরিকা রোডে রাস্তা দখল করে দোকানের মালামাল এবং গাড়ি পার্কিং করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে দুব্যক্তির বিরুদ্ধে মামলাসহ ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে অংশ নেন মেয়রের একান্ত সচিব ও চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মু. আবুল হাশেম।
অভিযানে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যরা সহায়তা করেন।