সিটি করপোরেশনের জালে ধরা ৪ প্রতিষ্ঠান, ১০ লোক

নগরে ৪ প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ১০ ব্যক্তিকে জরিমানা করা হয়েছে ৩৭ হাজার টাকা।

বুধবার (৮ ফেব্রুয়ারি) নগরের একেখান মোড়, লাভলেইন ও কেসিদে রোড এলাকায় পৃথক এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন।

চসিক জানায়, অভিযানে হোটেলের ময়লা পানি রাস্তায় ফেলা, অনুমতি ছাড়া রাস্তা কাটা ও ফুটপাতে মালামাল রাখায় আয়োজন রেস্তোরাঁকে ১ লাখ টাকা, আম্মাজান হোটেলকে ২০ হাজার টাকা, জাহান ইঞ্জিনিয়ারিংকে ৩০ হাজার টাকা এবং নালা ভরাট করে পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে সানমারকে ২০ হাজার টাকাসহ মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

আরও পড়ুন: চট্টগ্রামে ৪ স্পটে ফুটপাত দখল করে সিটি করপোরেশনের জালে ৬ লোক

এদিকে একইদিন নগরের কেসিদে রোডের উভয় পাশে উচ্ছেদ অভিযান চালান স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন। এসময় তিনি রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা করার অপরাধে ৭ ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেন।

এছাড়া চসিকের নিরাপদ খাদ্য পরিদর্শকের করা মামলায় ৩ ব্যক্তিকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যরা সহায়তা করেন।

এনইউএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm