সিএলএফ-টিসিজেএর বিনামূল্যের চিকিৎসা ক্যাম্প

চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের (সিএলএফ) সহযোগিতায় টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (টিসিজেএ) উদ্যোগে চক্ষু চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েচে। এতে দেড় শতাধিক টেলিভিশন চিত্রসাংবাদিক ও তাদের পরিবারের সদস্যরা চিকিৎসা নিয়েছেন।

সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত নগরের জাকির হোসাইন সড়কের লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল অ্যান্ড ইনস্টিটিউটে এ চিকিৎসা দেওয়া হয়। এতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয়, ডায়াবেটিস পরিক্ষা, চোখের ড্রপসসহ রোগীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। এছাড়া চোখের ছানি অপারেশনসহ চোখের যাবতীয় চিকিৎসা করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে টিসিজেএ সভাপতি শফিক আহমেদ সাজীবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান পিডিজি লায়ন নাসির উদ্দিন চৌধুরী।

আরও পড়ুন : মিরসরাইয়ে হাজারো মানুষকে ফ্রি চিকিৎসা—ওষুধ

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান লায়ন কামরুন মালেক, সেক্রেটারি লায়ন ডা. দেবাশীষ দত্ত এবং অ্যাসোসিয়েট সেক্রেটারি লায়ন এসএম আশরাফুল আলম আরজু।

প্রধান অতিথি নাসির উদ্দীন চৌধুরী বলেন, মানবতার সেবায় আমরা কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় আজকের এ আয়োজন। এখানে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়ার পাশপাশি যাদের ছানি অপারেশন করতে হবে তাদেরকে বাছাই করে বিনামূল্যে ছানি অপারেশন করা হবে।

সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএলএফের সিনিয়র লায়ন সদস্য লায়ন মোহাম্মদ আলী চৌধুরী, হাসপাতালের পরিচালক ডা. মো. মহিউদ্দিন, একাডেমিক ডিরেক্টর প্রফেসর ডা. প্রকাশ কুমার চৌধুরী, উপপরিচালক (প্রশাসন) ডা. শাবানা সুলতানা, প্রশাসনিক কর্মকর্তা ফারহান সিরাজ চৌধুরী ও মানবসম্পদ কর্মকর্তা মো. ইরফানুল আলম, টিসিজেএর সহসভাপতি মো. আলী আকবর, সাবেক সাধারণ সম্পাদক দীপংকর দাশ বাবু, সহসাধারণ সম্পাদক মো. আলমগীর, সাংগঠনিক সম্পাদক বাসুদেব, দপ্তর সম্পাদক মো. পারভেজ রহমান ও নির্বাহী সদস্য সাইফুল ইসলাম।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm