পুলিশ হাসপাতাল ঘুরে দেখলেন সিএমপি কমিশনার, দিলেন নির্দেশনা

বিভাগীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কৃষ্ণপদ রায়।

বুধবার (২৭ জুলাই) দুপুরে লাইনে নগরের দামপাড়া পুলিশ লাইনে অবস্থিত বিভাগীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি সেখানে চিকিৎসাধীন পুলিশ সদস্যদের খোঁজখবর নেন। পরে তিনি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের সঙ্গে কথা বলেন এবং মানসম্মত চিকিৎসা নিশ্চিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

আরও পড়ুন: সিএমপি ছাড়তে হচ্ছে বায়েজিদের ওসি কামরুজ্জামানকে

এ সময় উপস্থিত ছিলেন উপপুলিশ কমিশনার (সদর) মো. আমির জাফর, হাসপাতালের পরিচালক ডা. গোলাম রসুলসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং হাসপাতালের চিকিৎসক, নার্স, ও কর্মকর্তা-কর্মচারীরা।

আরএন/এসআর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm