বিভাগীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কৃষ্ণপদ রায়।
বুধবার (২৭ জুলাই) দুপুরে লাইনে নগরের দামপাড়া পুলিশ লাইনে অবস্থিত বিভাগীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি সেখানে চিকিৎসাধীন পুলিশ সদস্যদের খোঁজখবর নেন। পরে তিনি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের সঙ্গে কথা বলেন এবং মানসম্মত চিকিৎসা নিশ্চিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
আরও পড়ুন: সিএমপি ছাড়তে হচ্ছে বায়েজিদের ওসি কামরুজ্জামানকে
এ সময় উপস্থিত ছিলেন উপপুলিশ কমিশনার (সদর) মো. আমির জাফর, হাসপাতালের পরিচালক ডা. গোলাম রসুলসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং হাসপাতালের চিকিৎসক, নার্স, ও কর্মকর্তা-কর্মচারীরা।
আরএন/এসআর