‘সিএমপির রদবদল’—ডিবির মঈনুর চান্দগাঁওয়ে, মোস্তাফিজুর পাহাড়তলীতে ও কবিরুল ইপিজেডে
একযোগে বদলি পুলিশের ১৩ কর্মকর্তা
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) আবারও লাগল বদলির ধাক্কা। মঙ্গলবার (২৪ আগস্ট) সিএমপি কমিশনার সালেহ মো. তানভীর সাক্ষরিত এক আদেশে ১৩ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।
এতে ডিবির পরিদর্শক মঈনুর রহমানকে চান্দঁগাও থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে বদলি করা হয়।
আরও পড়ুন: সিএমপিতে ‘শূন্যের কোটায়’ যাচ্ছে চাটগাঁইয়ারা—আতঙ্ক ‘খেদাও’ মিশনের
এছাড়া চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমানকে পাহাড়তলী থানায় এবং পাচঁলাইশ থানার পরিদর্শক (তদন্ত) কবিরুল ইসলামকে ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগ দিতে বলা হয়েছে।
সিএম/এসকে