আনোয়ারার রাঙ্গাদিয়ায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমেটেডের (সিইউএফএল) অ্যামোনিয়া প্লান্টের লিপারমারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২২ নভেম্বর ) সকাল পৌনে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সিইউএফএল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কর্মীরা আগুন নিয়ন্ত্রনে আনে। তবে সিইউএফএলে আগুনের খবর পাওয়ার পর আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় কাফকো, আনোয়ারা ও চন্দনাইশ ফায়ার সার্ভিসের ইউনিটগুলো।
সিইউএফএল ফায়ার এন্ড সেইফটি বিভাগ সূত্র জানায়, সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে কারখানার অ্যামোনিয়া প্লান্টে গ্যাস লিকেজ হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানতে চাইলে ফায়ার এন্ড সেইভটি বিভাগের ইনচার্জ আব্দুর রহমান মাঝি বলেন, বিষয়টি আমি বলতে পারব না। আপনি জিএম অপারেশনের সাথে কথা বলেন।
যোগাযোগ করা হলে জিএম (অপারেশন) প্রদীপ কুমার নাথ বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে ক্ষয়ক্ষতি বলা যাবে না। বর্তমানে কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে।
আগুন লাগার অন্য কোনো কারণ আছে কি-না জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।