সিআরবি কাঠের বাংলোর নিচে ধরা খেল ৩ ডাকাত

নগরে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় ৩ ডাকাতকে আটক করেছে পুলিশ। এ সময় তিনটি ছোরা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে কোতোয়ালী থানাধীন সিআরবি কাঠের বাংলোর নিচ থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মো. ইমরান হোসেন প্রকাশ লাবু (৪৭), মো. জুবায়ের ইসলাম ইমতিয়াজ (২১) ও মো. জাফর ইকবাল মাসুম (২০)।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল কবির আলোকিত চট্টগ্রামকে বলেন, মঙ্গলবার সন্ধ্যায় ৯-১০ জনের ডাকাত দল সিআরবি কাঠের বাংলোর নিচে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাতকে আটক করা হয়েছে। এ সময় তাদের থেকে ৩টি ছোরা উদ্ধার করা হয়।

রানা/এসআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm