নগরের সিআরবি কাঠের বাংলোর পেছন থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালী থানা পুলিশ।
মঙ্গলবার (৮জুন) মরদেহটি দেখতে পেয়ে পথচারীরা পুলিশে খবর দেয়।
মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত যুবকের নাম অনিক চৌধুরী। সে পটিয়া উপজেলার কাতুয়া চৌধুরী পাড়ার দোলন চৌধুরীর পুত্র। তার ব্যাগে একটি সুইসাইড নোট পাওয়া গেছে।
এ ব্যাপারে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন আলোকিত চট্টগ্রামকে বলেন, আমরা খবর পেয়ে তাৎক্ষণিক মরদেহটি উদ্ধার করে চমেকের মর্গে প্রেরণ করেছি। প্রাথমিকভাবে ধারণা করছি, এটি আত্মহত্যা। বাকিটা ময়নাতদন্ত রিপোর্ট আসলে জানা যাবে।
আলোকিত চট্টগ্রাম