সিআইপি হলেন নিহাও ফুডের এমডি সৌমেন্দু বসু

কমার্শিয়াল ইম্পর্ট্যান্ট পারসন (সিআইপি) নির্বাচিত হয়েছেন নিহাও ফুড কোং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৌমেন্দু বসু।

দেশের রপ্তানি বাণিজ্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৮ সালের জন্য তাঁকে সিআইপি নির্বাচিত করা হয়।

আরও পড়ুন : শুনানিতে না এসে জরিমানা খেলেন বিডিসি ফুডস ও ১১ ব্যক্তি

শুক্রবার (২১ জানুয়ারি) ঢাকার একটি অভিজাত হোটেলে বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) যৌথ উদ্যোগে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে সৌমেন্দু বসুকে সিআইপি (রপ্তানি) ও সিআইপি (ট্রেড) ২০১৮ সালের কার্ড প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি।

আরও উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র বাণিজ্য সচিব ড. তপন কান্তি ঘোষ, এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দীন এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান এএইচএম আহসান।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!