রাঙামাটি জেলা আওয়ামী লীগ সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার গ্রেপ্তার হয়েছেন।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানী ঢাকার সোবহানবাগ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক।
আরও পড়ুন : চন্দনাইশের সাবেক চেয়ারম্যান জসীম উদ্দীন ঢাকায় ধরা
জানা যায়, দীপংকর তালুকদার ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। রাঙামাটির পাঁচবারের সাবেক সংসদ সদস্য এ নেতা বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং দলটির রাঙামাটি জেলা শাখার সভাপতি।
৫ আগস্টের পর থেকে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা হয়। এছাড়া দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাঁর বিরুদ্ধে তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
জেজে/আরবি