সাবেক কাউন্সিলর এসরারুলের সহযোগী ধরা

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) চান্দগাঁও ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এসরারুল হক এসরালের একান্ত সহযোগী মো. তারেককে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টায় নগরের চান্দগাঁও থানার বেপারীপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন : চন্দনাইশের সাবেক চেয়ারম্যান জসীম উদ্দীন ঢাকায় ধরা

গ্রেপ্তার তারেক চান্দগাঁও থানার বেপারীপাড়ার আব্দুর রহমান সওয়াদাগর বাড়ির মৃত মো. ইউসুফের ছেলে। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য।

এ বিষয়ে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, গ্রেপ্তার তারেকের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রয়েছে। তাঁকে আজ সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm