নগরের বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, ডাকাতি, চুরি ও মাদকসহ ১৬ মামলার আসামি আমীর হোসেন জীবনকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (১১ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে নগরের চান্দগাঁও থানাধীন সাবানঘাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, গ্রেপ্তার আমীর হোসেন জীবন হত্যা, অস্ত্র, চুরি, মাদকসহ ১৬ মামলাটি মামলার আসামি। তাছাড়া ডাকাতির ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিও সে।
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার বলেন, হালিশহর, ডবলমুরিং, পাহাড়তলী এবং আশপাশের এলাকায় হত্যা, অস্ত্র, ডাকাতি, চুরি, মাদকসহ বিভিন্ন অপকর্মের মূল হোতা ছিল আমীর। অস্ত্রের ভয় দেখিয়ে সে এলাকায় ত্রাস সৃষ্টি করতো। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।