সানমার ওশান মিমি আফমি ইউনেস্কো খুলশী টাউনে বসবে ভ্যাট বুথ

 

ইলেক্ট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) এর মাধ্যমে ভ্যাট দেয়া ও চালান সংগ্রহে ক্রেতাদের মধ্যে সচেতনতা তৈরি, নতুন ভ্যাট নিবন্ধন এবং রিটার্ন প্রদান সহজীকরণের লক্ষ্যে আগামী রোববার (৩০ মে) থেকে নগরীর পাঁচ মার্কেটে ভ্যাট বুথ স্থাপন করবে চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট।

ভ্যাট কমিশনারেট সূত্রে জানা গেছে, রোববার ইউনেস্কো সিটি সেন্টার, সোমবার সানম্যার ওশান সিটি, মঙ্গলবার মিমি সুপার মার্কেট, বুধবার আফমি প্লাজা এবং খুলশী টাউন সেন্টারে ভ্যাট বুথ বসিয়ে ক্রেতাদের সেবা দেয়া হবে।

চট্টগ্রাম কাস্টস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের উপ-কমিশনার সাইদ আহমেদ রুবেল বলেন, হয়রানিমুক্ত ভ্যাট সেবা প্রদান এবং ইএফডিকে জনপ্রিয় করতে আগামী সপ্তাহে নগরের অভিজাত মার্কেগুলোর মধ্যে পাঁচটি ভ্যাট বুথ স্থাপন করা হবে। ব্যবসায়ীরা ভ্যাট বুথে এসে রিটার্ন জমা এবং নতুন নিবন্ধনও করতে পারবেন।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!