সাধুতেই ‘অসাধু’—নোংরাতে ব্যবসা চলছে লালদীঘির সাধু মিষ্টি ভাণ্ডারে

নগরের লালদীঘি এলাকার সাধু মিষ্টি ভাণ্ডার অ্যান্ড নোভেলটি রেস্টুরেন্টকে মামলাসহ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) এ অভিযান চালান চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী। অভিযানে নোংরা পরিবেশে মিষ্টি উৎপাদন এবং বিক্রির অপরাধে সাধু মিষ্টি ভাণ্ডারকে অর্ধলাখ টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন: ক‌্যা‌ফে মোহম্মদীয়ায় বাসী খাবার—৪ প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা

একইদিন স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস নগরের লালখানবাজার এলাকার চাঁনমারী রোডে অভিযান চালান। অভিযানে দুই ব্যক্তির বিরুদ্ধে দুই মামলাসহ ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ওই দুই ব্যক্তি রাস্তা ও ফুটপাতে নির্মাণসামগ্রী রেখে পথচারীদের চলাচলে বাধা সৃষ্টি করেছিলেন।

অভিযানে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা করে।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm