লামায় ৬০ লিটার চোলাই মদসহ আবদুস শুক্কুর (৩১) নামের এক যুবককে আটক করেছে আজিজনগর পুলিশ ক্যাম্প।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি ) ভোর সাড়ে ৫টায় আজিজনগর পোস্ট অফিসের সামনে চেকপোস্টে তাকে মদসহ আটক করা হয়।
আটক আবদুস শুক্কুর লোহাগাড়া উপজেলার আধুনাগর ইউনিয়নের রুশতমাপাড়ার আবুল কাশেমের ছেলে।
আরও পড়ুন: দিনরাত মদ বিক্রি করতো এরা, ২০০ লিটার মদসহ নারী-পুরুষ আটক
পুলিশ ক্যাম্প ইনর্চাজ মো. শামীম শেখ জানান, গোপন সংবাদে আজ (মঙ্গলবার) ভোর সাড়ে ৫টার দিকে আজিজনগর পোস্ট অফিসের সামনে চেকপোস্ট বসিয়ে অভিযানের সময় ৬০ লিটার দেশি চোলাই মদসহ আবদুস শুক্কুর নামে একজনকে আটক করা হয়। তবে এ সময় দেলোয়ার ও মিজান নামের অপর দুই সহযোগী কৌশলে পালিয়ে যায়।
তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলার পর লামা থানায় হস্তান্তর করা হয়েছে।
যোগাযোগ করা হলে লামা থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদক উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে বলে জানান।
ইলিয়াছ/আরবি