সাতসকালে পাহাড় কাটছিল ২ যুবক, ধরলেন ম্যাজিস্ট্রেট

লোহাগাড়ায় অবৈধভাবে পাহাড় কাটার অপরাধে ২ জনকে আটক করেছে উপজেলা প্রশাসন। এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা ও জব্দ করা হয়েছে একটি এক্সেভেটর।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকালে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হোসেন নগর এলাকায় এ অভিযান চালান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।

আরও পড়ুন: পাহাড় কাটা : ১৩ ব্যক্তিকে পরিবেশ অধিদপ্তরের জরিমানা

অভিযানে আটকরা হলেন- সাতকানিয়া উপজেলার সোনাকানিয়ার রঙিনপাড়ার সোলতান আহমদের ছেলে জসিম উদ্দিন (৩২) এবং বাঁশখালীর জাকির আহমদের ছেলে মু. শাহজাহান (২১)।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা জানান, হোসেন নগর এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার খবরে অভিযান পরিচালনা করলে পালিয়ে যাওয়ার সময় ২ জনকে হাতেনাতে আটক করা হয়। তাদের তথ্য অনুযায়ী গহীন জঙ্গলে লুকিয়ে রাখা একটি এক্সেভেটর জব্দ করি। পরে পরিবেশ আইনে আটকদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে লোহাগাড়া থানা পুলিশ ও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা সহায়তা করেন।

সাত্তার/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm