সাতসকালে আগ্রাবাদের মহেশখালে মিলল যুবতীর লাশ

নগরের আগ্রাবাদের মহেশখাল থেকে আনুমানিক ৩৫ বছরের অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে লাশটি উদ্ধার করে ডবলমুরিং থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, স্থানীয়দের ফোন পেয়ে সকালে মহেশখাল থেকে অনুমানিক ৩৫ বছর বয়সী এক নারীর লাশ উদ্ধার করা হয়। এখনও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

এনইউএস/এসআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm