অবশেষে ধরা পড়েছে সেই ইউসুফ (৪৭)। চকলেটের লোভ দেখিয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণ করেছিলেন তিনি। ইউসুফ সাতকানিয়ার গণিপাড়া ইউনিয়নের সোনা মিয়ার ছেলে।
সোমবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ফেনী জেলার ফেনী মডেল থানার চট্টগ্রাম-ঢাকাগামী মহাসড়কের পূর্বপাশ থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-৭।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।
জানা গেছে, গত ৬ ডিসেম্বর সাত বছর বয়সী শিশু মাদ্রাসা থেকে ফেরার পথে প্রতিবেশী ইউসুফ চকলেট ও আচারের লোভ দেখিয়ে শঙ্খ নদীর ধারে ঝোপের ভেতর নিয়ে ধর্ষণ করে। পরে শিশুর মা বিষয়টি জানতে পেরে বিচার চাইতে গেলে ধর্ষক ইউসুফ ঘটনা কাউকে জানালে পরিবারসহ সবাইকে খুন করার হুমকি দেন।
এদিকে ৭ ডিসেম্বর শিশুর মা বাদী হয়ে সাতকানিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পর তাকে ফেনী মডেল থানা এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব-৭। পরে তাকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়।
সিএম/এসআই
মন্তব্য নেওয়া বন্ধ।