সাতকানিয়ার দুই যুবকের লাশ পাওয়া গেল বাঁশখালীর পুকুরে

সাতকানিয়ার দুই যুবকের লাশ পাওয়া গেছে বাঁশখালীর একটি পুকুরে। তারা হলেন মো. শাহজাহান প্রকাশ লেদু (৩৬) ও মো. আকাশ (২২)।

বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেলে সাধনপুর ইউনিয়নের লটমনি এলাকার পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

শাহজাহান সাতকানিয়ার নলুয়া ইউনিয়নে ৬নং ওয়ার্ডের ছোবহানের দ্বিতীয় ছেলে। আকাশও একই এলাকার লোকমানের ছেলে।

স্থানীয়রা খবর দিলে লাশ দুটি উদ্ধার করার কথা নিশ্চিত করেন বাঁশখালী থানার ওসি শফিউল কবির। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক মোটর চালু করতে গিয়ে তাদের মৃত্যু হয়েছে।

তবে শাহজাহানের ছোট ভাইয়ের দাবি, তার ভাইকে খুন করা হয়েছে।

রুবেল

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm