চট্টগ্রামের লোহাগাড়ায় পাহাড় কাটার দায়ে মো. শফিউল আলম (৩৪) নামের এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত এ অভিযান চালান সাতকানিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।
দণ্ডপ্রাপ্ত শফিউল আলম উপজেলার পুটিবিলা ইউনিয়নের গৌরস্থান ভেল্লার বড়পাড়ার মৃত আহমদ মিয়ার ছেলে।
আরও পড়ুন : চট্টগ্রামে পাহাড় কেটে প্লটবাণিজ্য—এবার পার পাচ্ছেন না মঞ্জু-জহুরুল
জানা যায়, অভিযানে উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড, গৌরস্থান ভেল্লা বড়পাড়ার একটি স্পট পরিদর্শনের সময় দণ্ডপ্রাপ্ত শফিউলকে পাওয়া যায়। সরকারি তথ্য অনুযায়ী আনুমানিক সাড়ে ৩ হাজার ঘনফুট পাহাড় কাটেন তিনি। এ অপরাধে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত-২০১০) অনুযায়ী শফিউলকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং একশ টাকা জরিমানা আদায় করা হয়।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম বলেন, পাহাড় কাটার প্রমাণ পাওয়ার অপরাধে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডসহ জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযানের সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলায় দায়িত্বপ্রাপ্ত পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক মু. মঈনুদ্দীন ফয়সল।
অভিযানে সহায়তা করে লোহাগাড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও লোহাগাড়া থানা পুলিশ।
এসএস/আরবি