সাজেকে হঠাৎ গাড়ি উল্টে ৩০ ফুট নিচে, রক্তাক্ত ১০ পর্যটক

রাঙামাটির সাজেক থেকে ফেরার পথে পর্যটকবাহী একটি জিপ গাড়ি হঠাৎ উল্টে ১০ জন রক্তাক্ত হয়েছেন। এসময় জিপ গাড়িটি ৩০ ফুট নিচে পড়ে যায়।

শনিবার (৭ নভেম্বর) সকালে বাঘাইছড়ির সাজেকের হাউসপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে আহতদের উদ্ধারে যান সেনা সদস্যরা। পরে তাদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন : চালককে লাশ করে পালিয়ে গেল ঘাতক

আহতদের মধ্যে জাকির, আরফান, সবুজ, সাইফুল ও উজ্জ্বলের অবস্থা গুরুতর। বাকিদের পরিচয় জানা যায়নি। তাদের সবাই সাভারের ধামরাই ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এ বিষয়ে সাজেক থানার অফিসার ইনচার্জ (ওসি) কনক সরকার জানান, সাজেক ভ্রমণ শেষে আজ সকালে খাগড়াছড়িতে ফিরছিলেন ওই পর্যটকেরা। রাঙামাটির বাঘাইছড়ির সাজেকের হাউসপাড়া এলাকায় পৌঁছালে হঠাৎ জিপ উল্টে সড়কের পাশে পাহাড়ের খাদে ৩০ ফুট নিচে পড়ে যায়। এসময় গাড়িতে থাকা ১০ জন পর্যটক আহত হন। পরে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm