চার বছরের সাজা নিয়ে দীর্ঘদিন ধরে পালিয়া থাকা দুআসামিকে গ্রেপ্তার করেছে বাকলিয়া থানা পুলিশ।
শুক্রবার (১৮ নভেম্বর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার অপারেশন অফিসার সাজেদ কামাল।
আরও পড়ুন: ৬ মাসের সাজা এড়াতে ৮ বছর পালিয়ে ছিল জিয়া
গ্রেপ্তাররা হলেন- বাকলিয়া থানার তক্তারপুল এলাকার আবুল কাশেমের ছেলে মো. খলিল ও একই এলাকার মো. নুর ইসলামের ছেলে মো. সোবহান।
বাকলিয়া থানার অপারেশন অফিসার সাজেদ কামাল্ আলোকিত চট্টগ্রামকে বলেন, গ্রেপ্তার দুজন জিআর মামলায় ৪ বছর সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি। পরোয়ানার পর তারা দীর্ঘদিন পালিয়ে ছিলেন। অবশেষে শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, আজ (শনিবার) তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এনইউএস/আরবি