মিরসরাইয়ে পৃথক অভিযানে মাদক মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে ও বুধবার দিনগত রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে থানা পুলিশ।
সাজাপ্রাপ্ত আসামি মো. দেলোয়ার হোসেন (৬০) খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈয়াছড়া এলাকার মৃত গণি আহাম্মদের ছেলে। অপর দুজন হলো— খৈয়াছড়া ইউনিয়নের দুয়ারু এলাকার মো. ফজলুল হকের ছেলে মো. নজরুল ইসলাম (৩৫) এবং সাহেরখালী ইউনিয়নের ডোমখালী এলাকার নুরুল আবছারের ছেলে মো. কিবরিয়া (৪৮)।
আরও পড়ুন: চট্টগ্রামে দাপিয়ে বেড়াচ্ছেন চুরির মামলার আসামি ‘সোর্স’ ইমরান, কোমরে ঝুলে ‘সাংবাদিক’ কার্ডও
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, বৃহস্পতিবার দুপুরে খৈয়াছরা এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার দুবছরের সাজাপ্রাপ্ত আসামি দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া বুধবার রাতে মো. নজরুল ইসলাম ও মো. কিবরিয়া নামে পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। আজ (বৃহস্পতিবার) বিকেলে গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
এএ/আলোকিত চট্টগ্রাম