আনোয়ারার রায়পুর ইউনিয়নের সাঙ্গু নদীর মোহনা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
মো. শিহাব নামের সেই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর হাসান চৌধুরী এ অভিযান পরিচালনা করেন।
আরও পড়ুন : রাতের আঁধারে চলে সাগর থেকে বালু উত্তোলন, দিনদুপুরে হাওয়া
উপজেলার সাঙ্গু নদীতে সরকারি নির্দেশনা অমান্য করে অবৈধ ভাবে বালু তোলা হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হাসান চৌধুরী কোস্টগার্ডকে সঙ্গে নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ব্যবসায়ী শিহাবকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একটি বালু উত্তোলনের ড্রেজার জব্দ করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হাসান চৌধুরী আলোকিত চট্টগ্রামকে বলেন, সাঙ্গু নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় তাঁকে জরিমানা করা হয়। নদী রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।