রাতের আঁধারে চলে সাগর থেকে বালু উত্তোলন, দিনদুপুরে হাওয়া

সীতাকুণ্ডে সাগর উপকূল থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ করেছে উপজেলা প্রশাসন। এ সময় বালু উত্তোলনে লাগানো পাইপগুলো কেটে দেওয়া হয়।

রোববার (২৩ জানুয়াারি) বিকেলে উপজেলার বাড়বকুণ্ডে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম এ অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, বেশ কিছুদিন ধরে রাতের আঁধারে ড্রেজার দিয়ে সাগর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে কৃষি জমি ভরাট করছিল ক্যাপিটাল পেট্রোলিয়াম নামের একটি প্রতিষ্ঠান। এ খবর পেয়ে অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানের সময় পালিয়ে যায় প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা।

আরও পড়ুন: ৪ ড্রেজার দিয়ে চলছিল বালু উত্তোলন, জব্দ করলেন ম্যাজিস্ট্রেট

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম আলোকিত চট্টগ্রামকে বলেন, বেশ কয়েকদিন ধরে বাড়বকুণ্ড সাগর উপকূলে ড্রেজার মেশিনের সাহায্যে পাইপ দিয়ে ক্যাপিটাল নামের একটি প্রতিষ্ঠান অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। আজ (রোববার) অভিযান পরিচালনা করে অবৈধ বালি উত্তোলন বন্ধ করা হয়েছে। তবে অভিযানের সময় প্রতিষ্ঠানের লোকজন পালিয়ে যায়। বালু উত্তোলনের পাইপগুলো কেটে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আবার যদি অবৈধভাবে সাগর থেকে বালু উত্তোলন করা হয় তাহলে জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

সালাউদ্দিন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!