নগরে গার্মেন্টস কারখানার রপ্তানি পণ্যসহ দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩০ পিস ডেনিম প্যান্ট ও ২টি মনিটর উদ্ধার করা হয়।
বুধবার (১৯ এপ্রিল) নগরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করে পাহাড়তলী থানা পুলিশ।
আটকরা হলেন- মো. আকরাম ও রফিকুল ইসলাম সোহাগ।
আরও পড়ুন: পুলিশ প্লাজা থেকে ল্যাপটপ চুরি করে ২ চোর ঘুরছিল লালদীঘিতে
পুলিশ জানায়, গত ১৭ এপ্রিল রাত ১০টা থেকে সকাল ৬টার মধ্যে সাগরিকা অর্গানিক জিন্স লিমিটেড গার্মেন্টস কারখানার দ্বিতীয় তলার ভেন্টিলেটর ভেঙ্গে ৩০ পিস ডেনিম প্যান্ট ও ২টি মনিটর চুরি করে নিয়ে যায় চোরেরা। এ ঘটনার পর পাহাড়তলী থানায় মামলা করে মালিকপক্ষ। এরপর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জড়িতদের আটক করা হয়।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা পাহাড়তলী থানার এসআই মনির হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, সাগরিকা এলাকার একটি গার্মেন্টস থেকে পণ্য চুরির ঘটনায় থানায় করা মামলার সূত্র ধরে দুজনকে আটক করি। পরে তাদের কাছ থেকে চোরাই ৩০টি ডেনিম প্যান্ট ও দুটি মনিটর উদ্ধার করা হয়।
এসআই আরও বলেন, আটকরা চোরচক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে মামলার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এএইচ/আরবি