সাইনবোর্ড লাগাতে গিয়ে মুহূর্তেই মারা গেল যুবক

হাটহাজারীতে বিদ্যুৎপৃষ্টে মারা গেছেন জনি দত্ত (৩০) নামের এক যুবক। এ সময় বাবলু হোসেন নামের আরেকজন আহত হন।

জনি আনোয়ারা উপজেলার পূর্ব আনোয়ারা গ্রামের অজিত দত্তের ছেলে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকালে উপজেলার কাটিরহাট বাজারের একটি বেসরকারি ব্যাংকের (উপ-শাখা) সাইনবোর্ড লাগানোর সময় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক শেখ জাবেদ মিয়া।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে কাটিরহাট বাজারে একটি ভবনে গ্লোবাল ইসলামী ব্যাংকের প্রস্তাবিত উপ-শাখার সাইনবোর্ড লাগানোর কাজ করছিলেন জনি ও বাবলু। এ সময় তারা বিদ্যুৎপৃষ্ট হন। আরেক কর্মচারী আরিফুল ইসলাম চিৎকার করলে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় ডাক্তার জনিকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : ‘ক্ষমতার দাপট’—মেয়রের সচিবের সম্পদের পাহাড়, মাঠে নামল দুদক

এদিকে নগরের কাজির দেউরির এ জে কন্সট্রাকশন নামে একটি প্রতিষ্ঠান অনভিজ্ঞ জনবল দিয়ে কাজ করাতে গেলে এ দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ করেন স্থানীয়রা।

এ ব্যাপারে জানতে চাইলে এ জে কনস্ট্রাকশনের প্রকৌশলী দিপু অনভিজ্ঞ জনবলের অভিযোগ অস্বীকার করে বলেন, মো. আলমগীর নামে এক ব্যক্তিকে কাজটি দেওয়া হয়েছিল।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, বিদ্যুৎপৃষ্টে নিহত জনির পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবারের সিদ্ধান্তের অনুয়ায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মনসুর/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!