চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের (সিএফসি) সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক ও কবি নাজিমুদ্দীন শ্যামল। গত ১০ জানুয়ারি (মঙ্গলবার) সিএফসির সভায় তাঁকে সভাপতি নির্বাচিত করা হয়।
সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কোষাধ্যক্ষ মিজানুর রহমান মিয়া। এতে বক্তব্য রাখেন সিএফসির সাধারণ সম্পাদক লোকপ্রিয় বড়ুয়া ও সাংগঠনিক সম্পাদক মো. কামাল।
আরও পড়ুন: বিএফইউজে নির্বাচন : শ্যামলের সমর্থনে ৩ প্রতিদ্বন্দ্বীর প্রার্থিতা প্রত্যাহার
১৯৮৭ সাল থেকেই ফিল্ম সোসাইটি আন্দোলনের সঙ্গে যুক্ত নাজিমুদ্দীন শ্যামল। তিনি সিএফসির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন এবং বঙ্গবন্ধু শিল্পী গোষ্ঠী চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি।
চট্টগ্রাম চলচ্চিত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক নাজিমুদ্দীন শ্যামল চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতির দায়িত্বেও ছিলেন।
ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত। ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সভাপতিও।
চলচ্চিত্রের তিনটি বইসহ ২৫টি বইয়ের লেখক সাংবাদিক নাজিমুদ্দীন শ্যামল। বর্তমানে তিনি দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের বিশেষ প্রতিনিধি এবং ব্যুরোপ্রধান হিসেবে চট্টগ্রাম অফিসে কর্মরত।