মিরসরাই দাপিয়ে বেড়ানো ‘সাংবাদিক’ অলি কারাগারে

মিরসরাইয়ে অনুমোদনহীন জি বাংলা বুলেটিন নামের একটি অনলাইন চ্যানেলের সাংবাদিক পরিচয়ে দাপিয়ে বেড়ানো মো. অলিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে তাকে গ্রেপ্তার করে মিরসরাই থানা পুলিশ। আজ (বৃহস্পতিবার) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার মো. আলী খৈয়াছড়া ইউনিয়নের নয়দুয়ার গ্রামের হাজী সিদ্দিক আহম্মদের ছেলে।

আরও পড়ুন: তারাও সাংবাদিক—দাপট দেখিয়ে বিনা টাকায় মদ না পেয়ে ভাঙচুর

পুলিশ জানায়, ২০১৯ সালে সাংবাদিক পরিচয়ে হুমকি-ধমকির অভিযোগে একজন ভুক্তভোগীর করা মামলায় মো. অলিকে সাজা দেওয়া হয়। ২০২১ সালের ৪ মার্চ চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ রায় দেন। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন।

Yakub Group

যোগাযোগ করা হলে মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান আলোকিত চট্টগ্রামকে বলেন, অলির বিরুদ্ধে আদালতের সমন থাকায় তাকে গতকাল (বুধবার) গ্রেপ্তার করা হয়। আজ (বৃহস্পতিবার) আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, ২০২১ সালে কথিত সাংবাদিক অলিসহ তার কয়েকজন সহযোগীর অপকর্মের সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়।

আজিজ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!