সাংবাদিকের সঙ্গে চিকিৎসকের দুর্ব্যবহার, বিচার দাবি

লামা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও জিটিভির লামা প্রতিনিধির সঙ্গে হাসপাতালের আরএমও’র দুর্ব্যবহারের প্রতিবাদে সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ সেপ্টেম্বর) দুপুর ৩টায় লামা প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া। সাহাব উদ্দিনের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন ভুক্তভোগী সাংবাদিক মো. ফরিদ উদ্দিন।

বক্তব্য রাখেন লামা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, দৈনিক ইত্তেফাকের মু. কামালুদ্দিন, কালের কণ্ঠের তানফিজুর রহমান, পূর্বকোণের মো. রফিকুল ইসলাম, মানবজমিনের মো. তৈয়ব আলী ও ক্রাইম প্রতিদিনের উজ্জ্বল বড়ুয়া।

আরও পড়ুন: রেলে চাকরি—’ঘুষ নিয়ে’ ঘুরাচ্ছিলেন প্রতিবন্ধীকে, সাংবাদিকের ওপর হামলা আনসার সদস্যের

সভায় বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করার সময় সাংবাদিক মো. ফরিদ উদ্দিনের সঙ্গে লামা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. রোবীন দুর্ব্যবহার করেন। যা খুবই দুঃখজনক। এছাড়া পুলিশ ডেকে তাকে ধরে নেয়ার ঔদ্ধত্য আচরণ আমাদের ব্যথিত করেছে।

এ ঘটনায় জড়িত চিকিৎসকের বিচারের দাবি জানান সাংবাদিকরা। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুশিয়ারি দেন বক্তারা।

ইলিয়াস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!