১ যুগে দুর্বার, সাংবাদিকতা—সংস্কৃতিতে অবদানে পদক পেলেন প্রদীপ দেওয়ানজী

সেবামূলক কার্যক্রমে একযুগে পদার্পণ করেছে মিরসরাইয়ের সামাজিক সংগঠন দুর্বার প্রগতি সংগঠন।

শুক্রবার (৭ জানুয়ারি) সংগঠনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরাবরের মতো এবারও ছিল নানা অয়োজন।

সংগঠনের কার্যালয়ে জাতীয় সঙ্গীত পরিবেশনের পর পায়রা উড়িয়ে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। ঢোলের তালে, ব্যানার-ফেস্টুন হাতে দুর্বার সদস্যরা বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলেপাড়ার শিশুমেলায় গিয়ে শেষ হয় শোভাযাত্রা।

এরপর দুই শতাধিক শিশুকে নিয়ে দুপুরের খাবারের আয়োজন করা হয়। পরে বর্ষপূর্তির কেককাটা, খেলাধুলা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

দিনের শেষে সংগঠন সভাপতি মহিবুল হাসান সজীবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈকত চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইয়াছমিন আক্তার কাকলী, নাট্যজন-সাংবাদিক প্রদীপ দেওয়ানজী, মলিয়াইশ উচ্চ বিদ্যালয় সভাপতি সাংবাদিক দেবদুলাল ভৌমিক, মিঠানালা ইউপি চেয়ারম্যান এমএ কাশেম, খবরিকা সম্পাদক মাহবু্ব রহমান পলাশ, শান্তিনীড় সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দীন, মিরসরাই নিউজ টুয়ান্টিফোর ডটকম সম্পাদক এম আনোয়ার, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান সাইফ উদ্দীন, সাবেক সভাপতি আশিষ দাশ ও সহসভাপতি জাফর ইকবাল।

আরও পড়ুন : কক্সবাজারে জেন্ডার সংবেদনশীল সাংবাদিকতা বিষয়ক কর্মশালা

এ সময় সাংবাদিকতা ও নাট্য সংস্কৃতিতে অসামান্য অবদানে দৈনিক আজাদীর ফিচার সম্পাদক নাট্যজন প্রদীপ দেওয়ানজীকে দুর্বার পদক, আঞ্চলিক সংবাদ প্রকাশে বিশেষ অবদানে পাক্ষিক খবরিকা ও মিরসরাই নিউজ টুয়ান্টিফোর ডটকমকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।

সন্ধ্যায় মলিয়াইশ হাইস্কুল মাঠে শীত উৎসবের অংশ হিসেবে তাবু জলসায় পিঠাপুলির আয়োজন করা হয়। আয়োজনে আরো ছিল ক্যাম্প ফায়ারিং। মশাল হাতে ক্যাম্প ফায়ারিংয়ের উদ্বোধন করেন দুর্বার সভাপতি মহিবুল হাসান সজীব, সাবেক সভাপতি আশিষ দাশ ও শান্তিনীড় সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন।

দুর্বারের এগারতম বর্ষপূর্তিতে উপস্থিত হয়ে শুভেচ্ছা জানান সাহিত্যক সুদীপ দেওয়ানজী, মলিয়াইশ উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি নুরুল আবছার, সাংবাদিক বিশ্বজিৎ পাল, উদ্যোক্তা সৈয়দ আহমদ, ঝংকার সংঘ সভাপতি হেদায়েত উল্লাহ চৌধুরী, সাংবাদিক রণজিৎ ধর, এম মাঈন উদ্দিন, মো. ইউসুফ, আজিজ আজহার, বাবলু দে, অভিযান ক্লাব সভাপতি আমিনুল হক সজীব, সহসভাপতি মো. শওকত, উদয়ন ক্লাবের সাধারণ সম্পাদক মাকছুদুল আলম শাহীন, জাগ্রত প্রতিভার সাধারণ সম্পাদক গোলাম মুর্তুজা, আদর্শ বন্ধু ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি দীন মোহাম্মদ, নির্বাণ যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি তানভীর আহমেদ, অদম্য যুব সংঘের প্রতিষ্ঠাতা সহসভাপতি নিয়াজ মো. সাজেদ, মধ্যম আমবাড়িয়া যুব সংঘ সভাপতি আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, ইউসাম সভাপতি জাসেম বিন মুহিব, প্রজন্ম মিরসরাইয়ের সাধারণ সম্পাদক ইমাম হোসেন, নবজাগরণ ক্লাবের প্রতিষ্ঠাতা সুলতান শাহীন, হিতকরী যুব সংঘের সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ, সৃজন যুব সংঘ সভাপতি অসিফুল ইসলাম, অনির্বাণ ক্লাব সভাপতি মো. ছরোয়ার, আদর্শ গ্রাম শেখটোলার সভাপতি জামশেদ আলম তপু, উত্তরণ সভাপতি আবু সাঈদ, মকবুল আহমদ ফাউন্ডেশনের সদস্য মো. ইরান এবং লিও ক্লাব অব চট্টগ্রাম মিরসরাইয়ের জয়েন ট্রেজেরার আজিম উদ্দিন।

আজিজ/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!