হালদা নদীতে অভিযান চালিয়ে ১ হাজার মিটার দৈর্ঘ্যের জালসহ দুজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। এসময় আটক দুজনের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) সন্ধ্যায় নোয়াজিশপুর ইউনিয়নের ইন্দিরা ঘাট, নদীমপুর, পশ্চিম ফতেহ নগর এলাকায় এ অভিযান চালান রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুস সামাদ শিকদার।
আরও পড়ুন: হালদায় রাতের অভিযানে মিলল নৌকা—ঘেরাজাল
এ বিষয়ে ইউএনও আবদুস সামাদ শিকদার আলোকিত চট্টগ্রামকে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় হালদা নদীর বিভিন্ন অংশে অভিযান পরিচালনা করে ১ হাজার মিটার জাল জব্দসহ দুজনকে আটক করা হয়। পরে আটক দুজনের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। নদীর মা মাছ ও ডলফিন রক্ষায় আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে ।
অভিযানে রাউজান থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সহায়তা করেন।