সহযোগীরা পালালেও কালারমারছড়ায় আটকে গেল ৩ সন্ত্রাসী, অস্ত্র উদ্ধার

কক্সবাজারে মহেশখালীতে তিনটি দেশি বন্দুক ও পাঁচটি গুলিসহ তিন সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহঘোনা এলাকায় এ অভিযান চালানো হয়।

আটকরা হলো— মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের ছামিরাঘোনা এলাকার মৃত মনসুর আলম ওরফে রসুর ছেলে মো. তারেক (২২), একই এলাকার মৃত মো. শাহ আলমের ছেলে মো. ফারুক (১৯) এবং মৃত আব্দুস সালামের ছেলে সালাউদ্দিন ওরফে কামাল উদ্দিন (২৬)।

মহেশখালী থানার ওসি মো. মঞ্জুরুল হক আলোকিত চট্টগ্রামকে বলেন, মঙ্গলবার ভোরে মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহঘোনা এলাকায় কয়েকজন সশস্ত্র সন্ত্রাসী অপরাধ সংঘটিত করতে জড়ো হওয়ার খবর পাই। পরে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এলাকাটি ঘিরে ফেলার পর ৭/৮ জন কৌশলে পালানোর চেষ্টা চালায়। এ সময় ধাওয়া দিয়ে তিনজনকে আটক করে পুলিশ। পরে পুলিশ ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দেশীয় তৈরি ৩টি বন্দুক ও ৫টি গুলি উদ্ধার করে।

ওসি বলেন, আটকরা চিহ্নিত সন্ত্রাসী। অস্ত্র, ডাকাতি, মৎস্যঘের দখলসহ নানা অপরাধে জড়িত থাকায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

বিডি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm