সরকারি স্কুলে ভর্তি—যেভাবে আবেদন, জানতে হবে যা

সারাদেশের মতো চট্টগ্রামেও আজ (২৫ নভেম্বর) থেকে শুরু হয়েছে সরকারি স্কুলে ভর্তির আবেদন। অনলাইনেই চলছে আবেদন কার্যক্রম।

১০ সরকারি স্কুল

চট্টগ্রাম নগরে রয়েছে ১০টি সরকারি স্কুল। এসব স্কুলে ভর্তির জন্য নেওয়া হচ্ছে আবেদন। স্কুলগুলো হলো- চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, নাছিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয়, গভর্নমেন্ট মুসলিম হাইস্কুল, হাজী মুহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সিটি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়,  বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয় এবং চট্টগ্রাম সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ।

জানতে হবে যা

http://www.gsa.teletalk.com.bd  ওয়েবসাইটে লগ ইন করে আবেদন ফরম পূরণ করতে হবে।

আগামী ৮ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন ভর্তিচ্ছুরা।

আরও পড়ুন: সরকারি স্কুলের এ কী হাল!

আবেদনের সময় প্রতিষ্ঠান নির্বাচনকালে থানাভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা রয়েছে।  একজন শিক্ষার্থী সর্বোচ্চ পাঁচটি স্কুল পছন্দের ক্রমানুসারে নির্বাচন করতে পারবে।

কোনো স্কুলের একটি শ্রেণির দুই শিফটে (মর্নিং ও ডে শিফট) আবেদন করলে তা দুটি বিদ্যালয় হিসেবে গণ্য হবে।

একই পছন্দক্রমের স্কুল কিংবা শিফট দ্বিতীয়বার পছন্দ করা যাবে না।

আবেদন ফি ১১০ টাকা। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেই অনলাইনে এই ফি দেওয়া যাবে।

ভর্তির লটারি হবে ১৫ ডিসেম্বর। অনলাইনে লটারির মাধ্যমে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে। টেলিটকের মাধ্যমে ফল প্রকাশ করবে মাউশি।

কোন শ্রেণিতে কত আসন

ইতোমধ্যে নগরের ১০টি সরকারি স্কুলে শ্রেণিভিত্তিক শূন্য আসনের তালিকা চূড়ান্ত করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। তালিকা অনুযায়ী, পঞ্চম থেকে নবম শ্রেণি পর্যন্ত মোট ৩ হাজার ৮৬০টি আসন রয়েছে।

সবচেয়ে বেশি শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে পঞ্চম শ্রেণিতে, ১ হাজার ৯১০ জন। সবচেয়ে কম শিক্ষার্থী ভর্তি হতে পারবে সপ্তম শ্রেণিতে, মাত্র ১০ জন।

এছাড়া ষষ্ঠ শ্রেণিতে ৭৩০ জন,  অষ্টম শ্রেণিতে ২৪৮ জন এবং নবম শ্রেণিতে ৯৬২ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!