সীতাকুণ্ডে নানা আয়োজনে ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার (৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন।
সমবায় কর্মকর্তা আবদুল শহীদ ভূঁইয়ার সভাপতিত্বে ও তপন মজুমদারের সঞ্চালনায় অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবীবুল্লাহ, সীতাকুণ্ড প্রেসক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী, যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহ আলম ও আনসার ভিডিপি কর্মকর্তা মো. মুজিবুর রহমান। এছাড়া অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: সমবায় দিবস౼বোয়ালখালীর ১৫ সংগঠন পেল সম্মাননা
এর আগে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন। সমবায়ের পতাকা উত্তোলন করেন সমবায় কর্মকর্তা আবদুল শহীদ ভূঁইয়া।
অনুষ্ঠানে সমবায় খাতে অবদান রাখা সমিতিগুলোকে ক্রেস্ট এবং অতিথিদের শুভেচ্ছা উপহার দেওয়া হয়।