সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে, শুরু হবে স্থগিত এইচএসসি পরীক্ষাও

আগামী রোববার (১৮ আগস্ট) থেকে খুলছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। ১১ সেপ্টেম্বর থেকে শুরু হবে স্থগিত এইচএসসি পরীক্ষা।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ  আদেশ জারি করে।

আদেশে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন : চট্টগ্রামে থানার গেটে তালা, রাস্তা পরিষ্কার ও যানবাহন নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা

এর আগে কোটা সংস্কার আন্দোলনে গত ১৭ জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য সব শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। এরপর গত ৪ আগস্ট থেকে ১২টি সিটি করপোরেশন ও নরসিংদী পৌরসভা বাদে বাকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরুর কথা থাকলেও সেটিও বন্ধ করা হয়।

পরে ৭ আগস্ট থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ক্লাস হচ্ছে না এবং ছাত্র-ছাত্রীর উপস্থিতিও কম।

এদিকে আগামী ১১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে স্থগিত করা এইচএসসি পরীক্ষা। এ বিষয়ে আজ সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে শিক্ষাবোর্ড।  পরীক্ষার নতুন সময়সূচি বোর্ডের ওয়েবসাইটে দেওয়া হয়েছে।

কোটা সংস্কার আন্দোলনের কারণে কয়েক দফায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। প্রথমে গত ১৮ জুলাইয়ের এবং পরে ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়।

এরপর ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়। পরে সিদ্ধান্ত হয় ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হবে। কিন্তু ফের জানানো হয় ১১ আগস্ট পরীক্ষা হচ্ছে না। এখন প্রায় এক মাস পর এই পরীক্ষা শুরু হবে।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm