আগামী রোববার (১৮ আগস্ট) থেকে খুলছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। ১১ সেপ্টেম্বর থেকে শুরু হবে স্থগিত এইচএসসি পরীক্ষা।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করে।
আদেশে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুন : চট্টগ্রামে থানার গেটে তালা, রাস্তা পরিষ্কার ও যানবাহন নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা
এর আগে কোটা সংস্কার আন্দোলনে গত ১৭ জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য সব শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। এরপর গত ৪ আগস্ট থেকে ১২টি সিটি করপোরেশন ও নরসিংদী পৌরসভা বাদে বাকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরুর কথা থাকলেও সেটিও বন্ধ করা হয়।
পরে ৭ আগস্ট থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ক্লাস হচ্ছে না এবং ছাত্র-ছাত্রীর উপস্থিতিও কম।
এদিকে আগামী ১১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে স্থগিত করা এইচএসসি পরীক্ষা। এ বিষয়ে আজ সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে শিক্ষাবোর্ড। পরীক্ষার নতুন সময়সূচি বোর্ডের ওয়েবসাইটে দেওয়া হয়েছে।
কোটা সংস্কার আন্দোলনের কারণে কয়েক দফায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। প্রথমে গত ১৮ জুলাইয়ের এবং পরে ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়।
এরপর ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়। পরে সিদ্ধান্ত হয় ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হবে। কিন্তু ফের জানানো হয় ১১ আগস্ট পরীক্ষা হচ্ছে না। এখন প্রায় এক মাস পর এই পরীক্ষা শুরু হবে।
আরবি/আলোকিত চট্টগ্রাম