কবি-সাহিত্যিক-সাংবাদিক অরুণ দাশগুপ্ত (৯০) আর নেই। শনিবার (১০ জুলাই) বেলা ১২টা ১০ মিনিটে তিনি পটিয়ার ধলঘাটের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শনিবার বেলা ১২টা ২৪ মিনিটে দাদামনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন কনসার্ন সার্ভিস ফর ডিসঅ্যাবেলডের (সিএসডি) প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বিশ্বজিত গুপ্ত বিশু।
চট্টগ্রামের সাংবাদিক জগতের বটবৃক্ষ অরুণ দাশগুপ্ত সবার কাছে পরিচিত ছিলেন ‘দাদামণি’ হিসেবে। জীবদ্দশায় তিনি দৈনিক আজাদীর সহযোগী সম্পাদকের দায়িত্বে ছিলেন।
আলোকিত চট্টগ্রাম