‘সবাই দেখবে কক্সবাজার’—অন্যরকম আয়োজনে দুর্বার তারুণ্য

সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের নিয়ে অন্যরকম এক আয়োজন করে সামাজিক সংগঠন দুর্বার তারুণ্য ফাউন্ডেশন। ‘সবাই দেখবে কক্সবাজার’ স্লোগানে এ আয়োজন করা হয়।

শনিবার (২৫ জানুয়ারি) ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুর থেকে বাসযোগে দুশতাধিক সুবিধাবঞ্চিত শিশু ও এতিম শিশুদের কক্সবাজার নিয়ে যাওয়া হয়।

ভ্রমণের দ্বিতীয় দিনে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক মো. সালাহ্উদ্দিন। দুর্বার তারুণ্য ফাউন্ডেশনের চেয়ারম্যান মু. আবু আবিদের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন অগ্রগামী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম ফারুক মজনু।

আরও পড়ুন : মধ্যরাতে শীতার্তদের পাশে দুর্বার তারুণ্য ফাউন্ডেশন

প্রধান অতিথি কক্সবাজার জেলা প্রশাসক মো. সালাহ্উদ্দিন বলেন, দুর্বার তারুণ্য ফাউন্ডেশনের আজ চমৎকার একটি আয়োজন করেছে। এই আয়োজন অবশ্যই প্রশংসার দাবিদার। এই সংগঠন মানবিক কাজে দৃষ্টান্ত স্থাপন করবে বলে আমি বিশ্বাস করি।

উদ্বোধক মো. গোলাম ফারুক মজনু বলেন, দুর্বার তারুণ্য ফাউন্ডেশনের এ উদ্যোগে উপস্থিত থাকতে পেরে আমি খুবই আনন্দিত। আমাদের সবারই উচিত এমন কাজে সংশ্লিষ্ট হওয়া, এই শিশুরাই তো আগামীর ভবিষ্যৎ।

সোহাগ আরেফিন ও আবু আদিলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দিন চৌধুরী, সাংবাদিক মো. মাসুদ, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বেসরকারি কারা পরিদর্শক আঁখি সুলতানা, কক্সবাজার জেলা প্রেসক্লাব সভাপতি মাহবুবুর রহমান, সমাজসেবক মু. আবুল কালাম আজাদ এবং জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মঞ্জুর হোসেন ঈশা।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm