অস্ত্র নিয়ে ভাড়া বাসায় ঘাপটি মেরে ছিল সন্ত্রাসী ছোট সাজ্জাদের ৬ সহযোগী

চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতির সময় সন্ত্রাসী ছোট সাজ্জাদের সহযোগী আসিফসহ ৬ ডাকাতকে গ্রেপ্তার করেছে বায়েজিদ থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়।

সোমবার (২৭ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে কুলগাঁও খলিল শাহ মাজার সংলগ্ন তিন রাস্তার মোড়ের ইউসুফের বাড়ির দ্বিতীয় তলার একটি রুম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন ক্রাইম অ্যান্ড অপারেশন্স বিভাগের উপকমিশনার মো. রইছ উদ্দিন।

আরও পড়ুন : পুলিশকে গুলি করে পালিয়ে গেল সন্ত্রাসী সাজ্জাদ, রক্তাক্ত ৪

গ্রেপ্তাররা হলেন— মো. আসিফ (২২), মো. হাসান (২০), মো. ফয়সাল (১৯), মো. আজিম উদ্দিন (২৩) মো. রিফাদ (১৯) ও মো. জুয়েল (২০)। এসময় তাদের কাছে থাকা ১টি দেশি এলজি, ৩টি হাঁসুয়া, ৬টি কিরিচি, ২টি চাইনিজ কুড়াল, ২টি কাটার, ১টি ড্রিল মেশিন, ৬টি স্মার্ট ফোন, ৪টি বাটন মোবাইল, ৫টি ডেমো মোবাইল, ১টি ইলেকট্রিক শট, ১টি মনিটর, ৩টি হাতঘড়ি, ৮টি এটিএম কার্ড, ১টি হ্যান্ড ব্যাগ ও ১টি সাদা প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়।

উপকমিশনার মো. রইছ উদ্দিন জানান, গ্রেপ্তাররা বিভিন্ন সময়ে বায়েজিদ বোস্তামী থানা এলাকায় সন্ত্রাসী ছোট সাজ্জাদের নেতৃত্বে অস্ত্রের ভয় ও মারধর করে পথচারীদের কাছ থেকে মোবাইল, টাকা, ঘড়ি, এটিএম কার্ডসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে আসছিল। তাদের বিরুদ্ধে চুরি, ছিনতাই ও ডাকাতির একাধিক মামলা রয়েছে।

তিনি আরও বলেন, গ্রেপ্তাররা সন্ত্রাসী ছোট সাজ্জাদের সহযোগী। তাদের বিরুদ্ধে চুরি, ছিনতাই ও ডাকাতির একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

এ বিষয়ে বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান বলেন, সোমবার রাতে গোপন সংবাদে কুলগাঁও খলিল শাহ মাজার সংলগ্ন তিন রাস্তার মোড় ইউসুফের বাড়ির দ্বিতীয় তলা অভিযান চালিয়ে ডাকাতির প্রস্ততির সময় ৬ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm