পূর্ব কোদালা থেকে সন্ত্রাসী ইয়াকুবকে ধরল র‌্যাব, অস্ত্র উদ্ধার

রাঙ্গুনিয়ার শীর্ষ সন্ত্রাসী মো. ইয়াকুবকে (৫০) আটক করেছে র‌্যাব-৭। এ সময় তার কাছ থেকে ২টি ওয়ান শুটারগান ও ২ রাউন্ড কার্তুজসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

বুধবার (৯ ফেব্রুয়ারি) রাঙ্গুনিয়া থানার পূর্ব কোদালা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ইয়াকুব রাঙ্গুনিয়া থানার পূর্বকোদালা এলাকার মীর আহাম্মদ ওরফে বদনের ছেলে।

আরও পড়ুন: বারবার স্থান পরিবর্তন—৮ বছর পর ধরা পড়ল শীর্ষ সন্ত্রাসী জাশেদ

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার আলোকিত চট্টগ্রামকে বলেন, রাঙ্গুনিয়ার শীর্ষ সন্ত্রাসী ও অস্ত্র ক্রয়-বিক্রয়ের মূল হোতা ইয়াকুবকে অস্ত্রসহ আটক করা হয়েছে। তিনি অস্ত্র ক্রয়-বিক্রয়ের পাশাপাশি চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ছিলেন।

তিনি আরও বলেন, তার বিরুদ্ধে রাঙ্গুনিয়া ও চন্দ্রঘোনা থানায় খুন, নারী ও শিশু নির্যাতন, মারামারিসহ ৪টি মামলা রয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এএইচ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!