‘সন্তানদের মারধর’—আহত মায়ের চিকিৎসা সহায়তায় মানবাধিকার নেতা বাবু

আম খাওয়ার অপরাধে বৃদ্ধা মায়ের হাত ভেঙে দিয়েছিলেন তাঁর গর্ভের চার সন্তান। এ নিয়ে মঙ্গলবার (২৫ মে) আলোকিত চট্টগ্রামে সচিত্র সংবাদ প্রকাশ হয়। যার শিরোনাম ছিল— বৃদ্ধা মায়ের অপরাধ আম খেয়েছিলেন, পাষণ্ড সন্তান ভেঙে দিলেন হাত।

সংবাদটি প্রকাশ হওয়ার বিভিন্ন মহল থেকে তীব্র প্রতিক্রিয়া আসতে থাকে। ওই পাষণ্ড সন্তানদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন অসংখ্য পাঠক।

এদিকে হাতভাঙা বৃদ্ধা মা যখন যন্ত্রণায় কাতরাচ্ছিলেন তখনই তাঁর পাশে দাঁড়াল বাংলাদেশ মানবাধিকার কমিশন। বৃহস্পতিবার (২৭) মে সকালে বাংলাদেশ মানবাধিকার কমিশনের গভর্নর ও বৃহত্তর চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি আমিনুল হক বাবুর নেতৃত্বে একটি দল ওই নারীকে দেখতে চকরিয়ায় যান।

এ সময় বাংলাদেশ মানবাধিকার কমিশনের নেতারা আহত বৃদ্ধার চিকিৎসার খোঁজখবর নেন এবং ওই জঘন্য ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। একইসঙ্গে বিষয়টি নিয়ে সরাসরি কথা বলেন চকরিয়া উপজেলা চেয়ারম্যানের সঙ্গে।

পরে নেতারা আহত আহত বৃদ্ধার চিকিৎসা সহায়তায় নগদ অর্থ তুলে দেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান, ওয়াহেদ ফয়েজ, এমডি সমউনুল ইসলাম, তৌহিদ ফয়সাল, সৈয়দ মোহাম্মদ শাহা এরফান।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!